spot_img

যশোরে শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: জেলাতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম ও পেনসিল বক্স বিতরণ করেছে গড়বো সমাজকল্যাণ সংস্থা (জিএসকেএস)।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) শহরের রেলগেট এলাকায় আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনটির বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শতাধিক শিশু শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ছাড়াও এদিন শিক্ষা সহায়তা হিসেবে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সাত শিক্ষার্থীকে নগদ টাকা দেয়া হয়। পাশাপাশি চা বিক্রি করে জীবিকা নির্বাহের জন্য এক বিধবা নারীসহ তার প্রতিবন্ধী সন্তানকে বিনামূল্যে ব্যবসায় উপকরণ সরবরাহ করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি ও যশোর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফোজ্জেল হোসেন মানিক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটটের অধ্যক্ষ জিএম আজিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোস্তাফিজুর রহমান, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাকটর ও বিভাগীয় প্রধান ফারুক হোসেন, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, রেলস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী ইয়াসমিন ও রেলগেট আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা খাতুন।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সদস্য ও যশোরের কাগজের যুগ্ম সম্পাদক সালমান হাসান রাজিব।

রেলগেট আদর্শ পৌর প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক শামীমা সুলতানা ইতির নেতৃত্বে অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করে স্কুলটির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আপন।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে রেলগেট আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়াকে সংবর্ধনা দেয়ার কথা ছিলো। কিন্তু তিনি অসুস্থ থাকায় বাড়ি গিয়ে তাঁর হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেয়া হয়।

এ ছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম শিশু শিক্ষার্থীদের জন্য তাঁর লিখিত বর্ণপরিচয়ের ছয়টি বই বিতরণ করেন। শিক্ষা উপকরণ বিতরণ শেষে শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবদের মধ্যে দুপুরের খাবার হিসেবে বিরিয়ানির প্যাকেট সরবরাহ করা হয়।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

যশোরে তালাকপ্রাপ্ত স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদক: যশোরে বাড়ি দখল, মারামারি, টাকা ও স্বর্ণালংকার...

যশোরে বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার আতাই নদের বাঁধ ভেঙে...

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু

নিজস্ব প্রতিবেদক: একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (১৮...

যশোরের সাথে ঢাকা, খুলনা, ঝিনাইদহ ও বেনাপোলের যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’...