spot_img

শত্রুতার বিষে প্রাণ গেলো ৯ হাঁসের

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কবিরহাটে পূর্বশত্রুতার জের ধরে ধান খেতে কীটনাশক বিষ প্রয়োগ করে ৯টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগী নারী এ ঘটনায় কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার উপজেলার ধানশালিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চর গুল্লাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোওশন আরার লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ধানশালিক ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের মো.মাহবুল (৬৫) আবদুল হক (৩৫), আবুল বাসার (৩০)। তারা তার পাশের বাড়ির লোক। ওই নারী ছোট পরিসরে কয়েকটি হাঁস, মুরগি পালন করে নিজের জীবিকা নির্বাহ করে। এতটুকু প্রতিবেশীরা মেনে নিতে না পেরে, তাকে না জানিয়ে তাদের ধানের জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে। বৃহস্পতিবার ৯টি হাঁস তাদের জমিতে পানি খাওয়ার জন্য গেলে আকষ্কিক বিষক্রিয়ায় সাথে সাথে পাঁচটি হাঁস মারা যায়। আরো চারটি হাঁস মারা যাওয়ার উপক্রম হলে জবাই করে দেন ওই গৃহবধূ ।

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই ) মনির হোসেন বলেন, ভুক্তভোগী নারী মৃত ৯টি হাঁস থানায় নিয়ে আসে।

ওসি হাঁসগুলো দেখে মাটিতে পুঁতে ফেলার জন্য বলে। তাৎক্ষণিক একটি লিখিত অভিযোগ নেয়া হয়েছে। অভিযোগের আলোকে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

যুবককে গুলি করে হত্যা, আটক ২

জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল চুরির অভিযোগে জসিম...

নোবিপ্রবির বন্ধ ঘোষণা, হল না ছাড়তে শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: সরকারের সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী...

কোটাবিরোধী আন্দোলন: যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোটাবিরোধী আন্দোলন দমাতে যুবদল-ছাত্রদলের পাঁচ...

মোটরসাইকেল নিয়ে বিরোধ, যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ীতে পূর্ব শক্রতার জের ধরে...