গাঁজার স্রোত বন্ধ হচ্ছে না

সম্পাদকীয়: আবারো গাঁজার বড় চালান ধরা পড়েছে। এবার বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল (২৩) ও সোহেল রানা (২৬) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

১৪ ফেব্রুয়ারি এই গাঁজা ধরা পড়ে। এর আগে বাগেরহাট জেলার মোল্লাহাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ২০ জানুয়ারি উপজেলার গাড়ফা থেকে তাদের আটক করা হয়। অহরহ গাঁজা ধরা পড়ছে। তাও দুই-এক পুরিয়া নয় ১০-২০ কেজি করে।

বাগেরহাট ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গত মাসে খুলনায় ১২ কেজি গাঁজাসহ ইকবাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। গত জুলাই মাসে যশোরের ঝিকরগাছা উপজেলার কানাইরালী থেকে ১১ কেজি গাঁজাসহ সাধন কুমার ঘোষকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা আটক করেছে। এই গাঁজা সবই যে বাইরের জেলায় চালান হয় তা কিন্তু নয়। এর একটি বড় অংশ সংশ্লিষ্ট এলাকার গাঁজাসেবীরা সেবন করে।

বাগেরহাটে ৯৪ কেজি গাঁজা ও ১৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেশার কালো থাবা এমনভাবে মানুষকে গ্রাস করে যে নেশাসক্ত নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জীবন তাদের কাছে হয়ে ওঠে তুচ্ছ। মরবে কি বাঁচবে সে জ্ঞান তাদের থাকে না। তারা সব সময় মানসিক উচ্ছৃঙ্খলা, অবসাদ ও বিষন্নতায় ভোগে। এর মধ্যে গাঁজাখোরদের অবস্থা সব চেয়ে মারাত্মক। তারা পুরোপুরি অপ্রকৃতিস্থ হয়ে যায়।

মাদকাসক্তরা মাদকদ্রব্য কেনার জন্যে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে অপরাধ জগতে সে নিজেকে সমর্পণ করে। তখন কোনো অনুভূতির মূল্য সে দিতে জানে না সে । কোনো পরিবারের ছেলে, স্বামী, মেয়ে যেকোনো সদস্য মাদকাসক্ত হলে পরিবারটা সমাজে হেয়প্রতিপন্ন হয়। সমাজে সবাই এদের অপরাধী মনে করে।

কারণ নেশার পয়সা জোগাড় করতে এরা নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। আত্মীয়স্বজন পাড়া-প্রতিবেশী কারো কাছে মান সম্মান থাকে না। ঘরে ভাই বা বাবা কেউ মাদকাসক্ত হলে মেয়ের বিয়ে দেয়া দুষ্কর হয়ে পড়ে। কারণ এ পরিবারের সদস্যদের কেউ সহজভাবে মেনে নিতে পারে না। সমাজে এরা অবহেলিত, অযাচিত, অপাংতেয়।

বাগেরহাটে ১৬ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

মাদকাসক্ত নিজের পরিবারের ভালোবাসা হারিয়ে ফেলে। সকল সৎ গুণ, ক্ষমা, ধৈর্য, বিনয়, সহনশীলতা ইত্যাদি মূল্যবোধ বিলুপ্তির ফলে সে মানসিক ও আত্মিক শূন্যতায় ভুগতে থাকে। ফলে সবদিক থেকে সে দেউলিয়া হয়ে পড়ে।

এক কথায় মাদকাসক্তরা সমাজের সকল অশান্তির মূল। এ মূল উৎপাটনে সরকার যে শুভ উদ্যোগ গ্রহণ করেছে তা সফল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক হতে হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

অবিশ্বাস্য হলেও সত্যি

সম্পাদকীয়: অবিশ্বাস্য হলেও সত্যি যে, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব...

পরিবেশ রক্ষার বিষয়টি দেখবে কে

সম্পাদকীয়: পলিথিনে সয়লাব সাতক্ষীরার পাইকগাছা হাট বাজার। ওই সব...

মহান মে দিবস

সম্পাদকীয়: ফরাসী বিপ্লবের শতবার্ষিকীতে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের...

কিশোর গ্যাং দমনে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়িত হোক

সম্পদকীয়: মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার...