চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় ছয় বিজিবির আয়োজনে তিন কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের সদর দফতরের মাঠে সেগুলো ধ্বংস করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ও কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেনের উপস্থিতিতে তা ধ্বংস হয়। এ সময় ভারতীয় মদের বোতল ভেঙে ও গাঁজায় আগুন ধরিয়ে ধ্বংস কার্যক্রম শুরু করা হয়। এরপর রোলার দিয়ে মদ ও ফেনসিডিলের বোতল বিনষ্ট করা হয়।

চুয়াডাঙ্গায় গো-গ্রীন সেন্টারের উদ্বোধন

বিজিবি জানায়, গত এক বছরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির হাতে আটক হওয়া এক হাজার ৮১৮ বোতল ফেনসিডিলি, এক হাজার ৩৫৯ বোতল ভারতীয় মদ, দুই বোতল বিয়ার, ৫৮ দশমিক ছয় কেজি গাঁজা, ৯ হাজার ৬৩৪ পিস ইয়াবা, দুই হাজার ৫৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট, দুই হাজার ১৯৮ পিস নেশাজাতীয় ইনজেকশন,  চার হাজার ৮৫ কেজি হেরোইন ধ্বংস করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৯৬ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শিরীন আক্তারসহ চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেন বলেন, আমাদের পাশের দেশ থেকে এসব মাদকদ্রব্য আসে। আমাদের দেশে ডিমান্ড আছে বলেই তা সরবরাহ করা হয়ে থাকে। তবে আমাদের মাদককে না বলতে হবে। সীমান্ত এখন অনেকটাই সুরক্ষিত। এজন্য মাদকের চালান এ বছর কমেছে। বিজিবি চেষ্টা করছে মাদকদ্রব্য পুরোপুরি নিয়ন্ত্রণ করতে। মাদককে জিরো টলারেন্স তা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। এটা আগামী দিন থেকে অব্যাহত থাকবে। তবে সবার কাছে একটা দাবি থাকবে, যেন আজকের যুব সমাজ কখনো মাদক গ্রহণ না করে। মাদকমুক্ত সমাজ গড়তে হবে। ফলে এই দেশে মাদক যেনো প্রবেশ না করে, সেজন্য বিজিবির সদস্যদের প্রত্যাশা থাকবে। সর্বশেষ বলতে চাই মাদককে না বলি।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

আওয়ামী লীগের যৌথসভা কাল

ঢাকা অফিস: আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ...

চুয়াডাঙ্গায় দুইটি উপজেলাতে বিজয়ী হলেন যারা

জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা: জেলা উপজেলা পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান পদে...

মাগুরা সদরে ওসমান ও শ্রীপুরে রাজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরার দুইটি উপজেলা পরিষদের প্রথম...

আরো ৩ দিন হতে পারে কালবৈশাখী ঝড়, সতর্কতা জারি

ঢাকা অফিস: আরো তিনদিনের জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি...