বিয়ের দায়ে ইমরান খান-বুশরার ৭ বছরের কারাদণ্ড

আন্তজার্তিক ডেস্ক: ‘অনৈসলামিক বিয়ে’ সংক্রান্ত মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

পাশাপাশি তাদের দুইজনের প্রত্যেককে পাঁচ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করা হয়েছে। খবর জিও টিভি।

যুক্তিতর্ক শুনানি শেষে রায় সংরক্ষণ করেন আদালত।

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ

শনিবার (৩ ফেব্রুয়ারি) সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহ আদিয়ালা কারাগারে এ রায় ঘোষণা করেন।

বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকার ইমরান-বুশরার বিয়েকে ‘অনৈসলামিক ও অবৈধ’ উল্লেখ করে গত বছরের ২৫ নভেম্বর মামলা করেছিলেন।

মামলায় মানেকা ইমরান-বুশরার বিয়েকে ‘প্রতারণামূলক’ বলে অভিহিত করেন। তার দাবি, বুশরা বিবির সঙ্গে তার বিবাহবিচ্ছেদের পর ইদ্দত (নির্দিষ্ট সময়) চলাকালীন ইমরান খানের সঙ্গে বিয়ে হয়ে যায় বুশরার।

সাব-জেল হিসেবে ঘোষণা করা বানিগালার বাড়ি থেকে আদালতে নিয়ে যায়া হয় বুশরা বিবিকে। কারাগার প্রাঙ্গণে প্রায় ১৪ ঘণ্টা মামলার শুনানি হয়। অভিযোগকারীর আইনজীবী রাজা রিজওয়ান আব্বাসি, অভিযুক্তের আইনজীবী সালমান আকরাম রাজা এবং বুশরা বিবির আইনজীবী উসমান গুলও গতকাল তাদের চূড়ান্ত যুক্তি দেন।

এর আগে মামলায় চার সাক্ষীর দেয়া জবানবন্দি শেষ হয়েছে। ৩৪২ ধারায় ইমরান খান ও বুশরা বিবির বক্তব্যও রেকর্ড করা হয়েছে।

মেনাকার অভিযোগ, তার শান্তিপূর্ণ বৈবাহিক জীবনে অনুপ্রবেশের মাধ্যমে ইমরান খান অনৈতিক আকাঙ্ক্ষা হাসিল করেছেন। এতে তিনি এবং তার পরিবার কলঙ্কিত হয়েছেন। তিনি আরো বলেন, ইমরান খান তার পুরো জীবন নষ্ট করে দিয়েছেন।

২০১৮ সালে বুশরা বিবির সঙ্গে ইমরান খানের বিয়ে হয়। ইমরানের প্রথম স্ত্রী ছিলেন জেমিমা গোল্ডস্মিথ। তার সঙ্গে বিচ্ছেদের পর ইমরান রেহাম নায়েরকে বিয়ে করেন। এক বছরের মধ্যে রেহামের সঙ্গে ইমরানের বিচ্ছেদ হয়। ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি খুব কম জনসম্মুখে আসেন। তিনি হিজাব পরিধান করেন ও মুখ ঢেকে রাখেন।

এর আগে গত ৩১ জানুয়ারি তোশাখানা দুর্নীতির মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এরপরই বুশরা বিবিকে গ্রেফতার করে আদিয়ালা কারাগারে নেয়া হয় এবং পরে ইমরানের বাসভবন বানিগালায় স্থানান্তর করা হয়।

এ ছাড়া তারবার্তা মামলায় ৩০ জানুয়ারি ইমরান খান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশির ১০ বছর কারাদণ্ড হয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

পাকিস্তানে বাস উল্টে ২০ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নারীসহ অন্তত...

চাঁদে যাচ্ছে পাকিস্তান, যাত্রা শুরু কাল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর পর এবার চাঁদে যাচ্ছে...

মদিনায় রেড এলার্ট!

আন্তর্জাতিক ডেস্ক: ব্যাপক বৃষ্টিপাত সৌদি আরবের বিভিন্ন স্থানে পানি...

যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে বন্দুক হামলায় চার পুলিশ কর্মকর্তা নিহত

ঢাকা অফিস: যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এক আসামিকে আটক...