সাতক্ষীরায় ট্রাকচাপায় ছেলে নিহত, হাসপাতালে বাবা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার কালিগঞ্জে ইটভাটার মাটি বহনকারী ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পাঁচ বছরের শিশু নিহত ও তার বাবা গুরুতর আহত হয়েছেন।

বৃহষ্পতিবার (৮ ফেব্রুয়ারি) কালিগঞ্জ উপজেলার বাঁধাকুল গ্রামের মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আসাদুল ইসলাম (৫)। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁধাকুল গ্রামের শাহীন আলমের ছেলে। আসাদুল ঘুষুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্র। উন্নত চিকিৎসার জন্য আহত শাহীন আলমকে (৪০) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, শিক্ষক নিহত

কালিগঞ্জ উপজেলার বাধাকুল গ্রামের কাটাখালি নদীর চরের বাসিন্দা আসমা খাতুন জানান, তার স্বামী শাহীন আলম একজন দিনমজুর। বৃহষ্পতিবার দুপুর সোয়া একটার দিকে ছেলে আসাদুলকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য কৃষ্ণ মন্দিরের সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তেঁতুলিয়া গ্রামের মোখলেসুর রহমান পল্টু ও জাকির হোসেনের মালিকানাধীন ঘুষুড়ে গ্রামের টিআরবি ভাটার মাটি বহনকারী একটি ডাম্পার ট্রাক মন্দিরের সামনে পৌছালে অসর্তকতার একপর্যায়ে আসাদুল ও তার বাবা শাহীন আলমকে চাপা দেয়। গাড়ি চালানোর সময় ডাম্পার ট্রাকের চালক মনিরুল ইসলাম মোবাইলে কথা বলছিল। এতে কওে তারা বাবা ও ছেলে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদেরকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাহীন আলমকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনাচর্জ (ওসি) শাহীন আলম জানান, নিহত শিশু আসাদুলের মরদেহ নিয়ে আসার জন্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে হাইকোর্টের নির্দেশে ক্ষুব্ধ মন্ত্রী, যাবেন আপিলে

ঢাকা অফিস: দেশের অধিকাংশ এলাকার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে...

আরো কমলো সোনার দাম

ঢাকা অফিস: চরম অস্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছে সোনার বাজারে। চলতি...

কাল যশোরসহ ২৭ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ঢাকা অফিস: সারাদেশে চলমান তাপপ্রবাহের কারণে আগামীকাল মঙ্গলবার (৩০...

ওষুধের দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের

ঢাকা অফিস: খেয়াল-খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন...