মেয়াদ শেষ হওয়া ১৪ টন খেজুর জব্দ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ: জেলার কাচপুরে একটি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জব্দকৃত খেঁজুরের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (১২ মার্চ) উপজেলার কুতুবপুর এলাকায় স্টার কোল্ড স্টোরেজ থেকে এসব খেঁজুর জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের (নারায়ণগঞ্জ) সহাকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, বিপুল পরিমাণ এ খেঁজুরের পুরোটাই মেয়াদোত্তীর্ণ। আমরা অভিযান পরিচালনা করে এগুলো জব্দ করেছি। এখানকার মালিক আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

ভোক্তা অধিকারের ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, এই হিমাগারে মৌসুমী এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১৪ মেট্রিক টন মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করা ছিলো। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৬০ হাজার টাকা। এই খেঁজুরগুলোর ২০২১ সাল পর্যন্ত মেয়াদ ছিলো। ভুয়া স্টিকারের মাধ্যমে এর মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারজাতকরণের পরিকল্পনা ছিলো তাদের।

তিনি আরো জানান, একই হিমাগারে মদিনা এন্টারপ্রাইজ নামে আরেকটি প্রতিষ্ঠানের মজুদকৃত ১৭ মেট্রিক টন খেঁজুর জব্দ করা হয়। বাজারে সংকট সৃষ্টি করে তারা এই খেজুরগুলো বাজারজাতকরণ করতে চেয়েছিলো। আমরা খেজুরগুলো সিল করে দিয়েছি। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। ভবিষ্যতেও তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

তীব্র দাবদাহে রূপগঞ্জে বিশুদ্ধ শীতল পানি ও স্যালাইন বিতরণ

মাছুম মিয়া রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তীব্র দাবদাহে...

বাসচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের, হাসপাতালে মা 

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁয়ের কাঁচপুরে বাসচাপায় বাবা ও...

রূপগঞ্জে মুজিবনগর দিবস উদযাপন

মাছুম মিয়া, রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জ উপজেলা প্রশাসন ঐতিহাসিক মুজিবনগর...

পরিবহনের চালকদের মধ্যে নগদ অর্থ বিতরণ

মাছুম মিয়া রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের রিক্সা, অটোরিক্সা,...