একই দিনে গলায় ফাঁস দিয়ে তিনজনের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় এক দিনে দুই নারীসহ তিনজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তারা হলেন, উপজেলার পাঁচলিয়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী  সুফিয়া খাতুন (৬০), বেলগাছী গ্রামের মোজাম উদ্দিনের ছেলে মোশারফ হোসেন লাল (৩৫) এবং একই গ্রামের আবু হেনার স্ত্রী পারুলা খাতুন (৩০)।

আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, আজ রবিবার ভোরে গলায় ফাঁস দিয়ে সুফিয়া খাতুন, বিকেলে মোশারফ হোসেন লাল এবং পারুলা খাতুন আত্মহত্যা করেছে।

আত্মহত্যার ঘটনায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

স্বাআলো/এম

.

Author