শরীয়তপুরে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে আটক ১

জেলা প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক পোশাক শ্রমিককে (১৮) ধর্ষণের অভিযোগে আজিজুল বেপারী (২৩) নামে ইটভাটার এক শ্রমিককে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে তাকে আটক করা হয়।

গোসাইরহাট থানার ওসি সেলিম রেজা তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিক গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে প্রতিবেশীর বাড়ির ডিপ টিউবয়েল থেকে পানি আনতে গেলে একই এলাকার ইটভাটার আরেক শ্রমিক মাসুম বেপারীর (২৮) সহযোগিতায় আজিজুল বেপারী তাকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে আজিজুল ও মাসুমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আজিজুল বেপারীকে আটক করা হয়েছে। অপর আসামি মাসুমকেও আটকের চেষ্টা চলছে।

আটক আজিজুল গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের পানিঘাটা গ্রামের মৃত নুরুল হক বেপারীর ছেলে।

স্বাআলো/এসই

.

Author