
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৭ তলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট বিকেল পৌনে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
স্বাআলো/এসএ
.
Author
Admin
