৬ দিনেও উদ্ধার হয়নি মঠবাড়িয়ার সাংবাদিক পুত্র

জেলা প্রতিনিধি, পিরোজপুর : দৈনিক আমার সংবাদ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি এইচ আকনের ছেলে স্কুল ছাত্র ইব্রাহিম এইচ আকন জিদানকে (১৩) পুলিশ ৬ দিনেও উদ্ধার করতে পারেনি।

জিদানের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ইব্রাহিম এইচ আকন জিদান তার বাবার মোটরসাইকেল নিয়ে মঠবাড়িয়ার আর্শ্বিননগরের নানা বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে কোথাও খুঁজে না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়।

আরো পড়ুন>> ভাণ্ডারিয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

গত ৬ দিনেও সাংবাদিক পুত্রকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, নিখোঁজ স্কুল ছাত্রের উদ্ধারের ব্যাপারে সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে।

স্বাআলো/এম

.

Author