
স্পোর্টস ডেস্ক : তিন ওয়ানডের সিরিজ খেলতে জুলাইয়ের শেষ দিকে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। এ মাসের শেষ সপ্তাহে কলম্বোয় তিনটি ওয়ানডে হওয়ার কথা সোমবার দুই দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
শ্রীলঙ্কায় গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিন ভয়াবহ বোমা হামলার কারণে এই সফর চূড়ান্ত হওয়ার বিষয়টি গত মে মাস থেকে ঝুলে ছিল। সিদ্ধান্ত নেওয়ার আগে ওখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের প্রয়োজন আছে বলে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল।
এর আগে গত মার্চ মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউ জিল্যান্ড সফরের সময় ক্রাইস্টচার্চের মসজিদে গোলাগুলিতে অনেক হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সিরিজের শেষ টেস্ট বাতিল করা হয়েছিল।
বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস আজ সোমবার বলেন, “শ্রীলঙ্কার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের পর্যবেক্ষণ শেষ হয়েছে এবং আমরা সবগুলো ম্যাচ কলম্বোয় খেলতে চাই।”
সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৬ জুলাই। পরের ম্যাচ দুটি হবে ২৮ ও ৩১ জুলাই। বাংলাদেশ দল শ্রীলঙ্কা ছাড়বে ১ অগাস্ট। সবগুলো ম্যাচ হবে দিবা-রাত্রির।
স্বাআলো/এসএ
.
Admin
