মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

জেলা প্রতিনিধি, নড়াইল : নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে তোরাপ আলী ফকির স্মৃতি শিক্ষা বৃত্তি  প্রদান করা হয়েছে।

আজ সোমবার দুপুরে এ, এম, সি, আর সামুতূল্য মাধ্যমিক বিদ্যালয়ে ৩২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে তোরাপ আলী ফকির স্মৃতি শিক্ষা বৃত্তি ট্রাষ্টের সভাপতি বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিম উদ্দিন রুবেল, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আল আমিন,  তোরাপ আলী ফকির স্মৃতি শিক্ষা বৃত্তি ট্রাষ্টের অন্যতম সদস্য আঞ্জুমান আরা, এ, এম, সি. আর সামুতূল্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমারুল গাজী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন>> নড়াইলে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীকে বাৎসরিক ১ হাজার টাকা হারে এবং মাধ্যামিক বিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীকে বাৎসরিক ১ হাজার ৫শত টাকা করে মোট ৩২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়।

এসময়, তোরাপ আলী ফকির স্মৃতি সংসদের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্রীছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্বাআলো/এম

 

 

.

Author