রিফাত হত্যায় আরও একজন গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরগুনা: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরিয়ান শ্রাবণ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রিফাত শরীফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানার ওসি হুমায়ুন কবির।

তবে তদন্তের স্বার্থে শ্রাবণকে কখন ও কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি পুলিশ।

ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আরিয়ান শ্রাবণকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হতে পারে।’

এর আগে গত সোমবার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ১১ নম্বর আসামি  অলিউল্লাহ অলি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা তানভীর একই আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

স্বাআলো/আরবিএ

.

Author