
জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : নারী অপহরণে দোষী প্রমাণিত হওয়ায় জীবননগর থানার আন্দুলবাড়িয়া গ্রামের সোনাই মন্ডলের ছেলে হাবিল এবং ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার আলাইপুর গ্রামের মৃত. তোতা মিয়া ওরফে আব্দুল আজিজের ছেলে লিপন ওরফে রিপনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছেন আদালত।
চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক জিয়া হায়দার আজ মঙ্গলবার দন্ডিত হাবিলের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। তবে অপর আসামি লিপন ওরফে রিপন পলাতক রয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ৯ নভেম্বর বিকেল ৫ টার দিকে আন্দুলবাড়িয়া গ্রামের হারেজ মন্ডলের কন্যা বিপাসা খাতুনকে হাবিল ও লিপন ফুসলিয়ে মটর সাইকেল করে অপহরণ করে। পরে তার পিতা হারেজ মন্ডল জীবননগর থানায় অপহরণের মামলা করেন।
আরো পড়ুন>> চুয়াডাঙ্গায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
পুলিশ বিপাসাকে উদ্ধার করে তার পিতার জিম্মায় দেয়। তদন্ত শেষে জীবননগর থানার এস আই আজগর আলী আসামি হাবিল ও লিপনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-০৩) এর ৭/৯(১)/৩০ ধারা মতে ২০১৪ সালের ১৪ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
আদালত ৭জন স্বাক্ষীর জবানবন্দী ও জেরা গ্রহণ করেন।
আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল মুকিম এবং রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস মামলা পরিচালনা করেন।
আদালত দণ্ডিত হাবিলকে জেল হাজতে প্রেরণ করেন।
স্বাআলো/এম
.
Admin
