
মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেছেন, খাস জমি ভূমিহীনদের মাঝে বণ্ঠনের উদ্যোগ নেয়া হবে। সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সমন্বিতভাবে কাজ করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে মণিরামপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সূধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন>> মণিরামপুর প্রেসক্লাবে ফের সম্পাদক হচ্ছেন মোতাহার
উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। সহকারি কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজলে ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুভ্রা রানী দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, তপন বিশ্বাস পবন, শিক্ষক নেতা প্রভাষ দাসসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
স্বাআলো/এম
.
Admin
