খুলনায় অস্ত্রধারীসহ আটক ৩৭

খুলনা ব্যুরো: খুলনা জেলা পুলিশের অভিযানে অস্ত্রধারীসহ ৩৭ জনকে আটক করা হয়েছে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এর মধ্যে ডুমুরিয়া এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ লিটন না‌মের একজন ডাকাতকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের আনিচুর রহমান জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৯৫গ্রাম গাঁজা ও ৯০পিচ ইয়াবা উদ্ধার করা হয় এবং ১টি অস্ত্র মামলা ও ৪ টি মাদক মামলা রুজু করা হয়।

স্বাআলো/আরবিএ

.

Author