খুলনায় চৈতী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

খুলনা ব্যুরো: খুলনা সরকারি মহিলা কলেজের ছাত্রী চৈতী সরকারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চৈতী কলেজের দর্শন বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে কলেজের সামনে শিক্ষক, ছাত্রী , অভিভাবক সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেন , উপাধ্যক্ষ প্রফেসর ড . সমীর রঞ্জন সরকার , শিক্ষক পরিষদ সম্পাদক খান আহমেদুল কবীর ( চাইনিজ ) , অধ্যাপক সমাবেশ রায় , ড. শামসুজ্জামান , হারুন – অর – রশীদ , গোস্ট বিশ্বাস , হেদায়েত উল্লাহ , নিহত ছাত্রীর বাবা সুরঞ্জন সরদার , ছাত্রী প্রতিনিধি সাদিয়া ইসলাম , বৃষ্টি দেবনাথ প্রমূখ ।

চৈতীর বাবা সুরঞ্জন সরদার বলেন, গত ২৫ জুন বটিয়াঘাটা উপজেলার তিলডাঙ্গা গ্রামের চৈতী সরদারকে যৌতুকের কারণে স্বামী মনোতোষ রায় ও তার পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিক অত্যাচারের মাধ্যমে নির্মমভাবে হত্যা করে।

বক্তারা চৈতী সরদার হত্যার সুষ্ঠ তদন্তসহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করেন ।

স্বাআলো/এসএ

.

Author