চৌগাছায় আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারালো ব্রাজিল

চৌগাছা (যশোর) প্রতিনিধি : মাদক কে না বলি, খেলাধুলা কে হ্যাঁ বলি শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল দল ৪-০ গোলে আর্জেন্টিনা দলকে পরাজিত করেছে। আজ মঙ্গলবার বিকেল চারটা পনের মিনিটে চৌগাছা সরকারি কলেজ মাঠে এই ফুটবল ম্যাচটি শুরু হয়। ৯০ মিনিটের এই ম্যাচটিতে চৌগাছা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ ব্রাজিল ও আর্জেন্টিনা দলে ভাগ হয়ে অংশ গ্রহণ করেন।

খেলার শুরুর ৭ মিনিটে ব্রাজিলের হয়ে পেনাল্টিতে গোল করেন সজীব। ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ২১ মিনিটে সৌরভ রহমান বিপুলের ফিল্ড গোলে ২-০ গোলে ব্যবধান বাড়ায় তারা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উভয়দল। পরে দ্বিতীয়ার্ধে খেলার ৭৭ মিনিটে আবারো ফিল্ড গোল করেন সজীব। ব্রাজিল এগিয়ে যায় ৩-০ গোলে। পরে খেলার ৮১ মিনিটে জাহিদ আরো একটি ফিল্ড গোল করে ব্যবধান ৪-০ করেন।

খেলায় ব্রাজিল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, সহ-অধিনায়ক থাকেন উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক হাশেম আলী। এ দলের কোচের ভূমিকায় থাকেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন।

অন্যদিকে আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেন সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম সোহেল।

আরো পড়ুন>>>  এক যুগ পর পেরুকে হারিয়ে কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল

ব্রাজিল দলের অন্য খেলোয়াড় হলেন চৌগাছা ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক আকরামুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান রেজা, সাইফুল ইসলাম সুমন, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল, ছাত্রলীগ নেতা আল-আমীন মাসুদ, শাকিল পারভেজ সোহান, বিএম কাইয়ূম আহমেদ, রাসেল আহমেদ, হাসান শাহরিয়ার জিহাদ, এএস আজমীর, রকি, মহিদুল, কবির হোসেন, সজীব, জাহিদ, বকুল প্রমুখ। আর্জেন্টিনা দলের অন্য খেলোয়াড় হলেন ধুলিয়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেফাউন ইসলাম, ছাত্রলীগ নেতা শাহাবউদ্দীন, জিসাদ, পাভেল, আশিক, তুষার, সাগর, রিমন, মিরাজ, সোহান, শান্ত, সাজু, টনি, আকতারুল, আকরাম, আজিজুর, তপু, হাফিজুর, বকুল প্রমুখ।

ম্যাচটি পরিচালনা করেন চৌগাছা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক যশোর জেলা রেফারী এসোসিয়েশনের সদস্য জাফর ইকবাল লিটন। তাকে সহায়তা করেন ছাত্রলীগ নেতা জিসান ও সাকি।

স্বাআলো/এএম

.

Author