
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: দুই হত্যা মামলায় প্রায় চার বছর কারাভোগের পর সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সকালে তিনি কারাগার থেকে মুক্তি পান।
জামিনে মুক্তি পেয়ে তিনি রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে। এজন্য তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে সকাল থেকেই তার কর্মী-সমর্থকরা কারাগার গেটে ভিড় করতে থাকেন। এজন্য টাঙ্গাইল কারাগার গেটসহ এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
টাঙ্গাইল জেলা কারাগারের সুপার আবুল বাশার জানান, বেশ কয়েকদিন আগে থেকে সাবেক এমপি রানা টাঙ্গাইল কারাগারে ছিলেন। হাইকোর্ট ও আপিল বিভাগের কাগজপত্র পাওয়ার পর মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর সাবেক এমপি আমানুর রহমান খান রানা বিগত ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সে সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
স্বাআলো/ডিএম
.
Admin
