
বরিশাল ব্যুরো : তিনদিনের সফরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত র্আল রবার্ট মিলার আজ মঙ্গলবার বরিশাল আসছেন। বরিশাল অবস্থানকালে তিনি হোটেল গ্রান্ড পার্কে থাকবেন। ইতিমধ্যে তার সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী ৯ জুলাই বেলা দেড়টায় নৌপথে বরিশাল এসে পৌঁছবেন। সেখান থেকে হোটেলে অবস্থান নেবেন। বেলা ৩ টায় বরিশালের বিভাগীয় কমিশনার ও বেলা ৪ টায় ডিআইজি বরিশাল রেঞ্জের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
আগামীকাল সকাল সাড়ে ৯টায় তিনি পিরোজপুরের ভান্ডারিয়ায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। বেলা ১২টায় তিনি ঝালকাঠির ভিমরুলিতে ভাসমান পেয়ারা বাজার দেখতে যাবেন।
বিকেল সোয়া তিনটায় তিনি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে গিয়ে একটি সাক্ষাৎকার দেবেন। বিকেল ৪টা ৫০ মিনিটে কড়াপুর মিয়াবাড়ি মসজিদ দেখতে যাবেন।
১১ জুলাই সকাল সোয়া আটটায় বরিশাল নগরীর অক্সফোর্ট মিশন চার্চ দেখতে যাবেন। সকাল ৯টায় দেখবেন মৎস অবতরণ কেন্দ্র এবং সোয়া ১০টায় জাহানারা ইসরাইল স্কুল ও কলেজ পরিদর্শন করবেন।
সকাল সাড়ে ১১টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করবেন। দুপুর ২টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে গোল টেবিল বৈঠকে অংশ নিবেন।
ওইদিন বিকেলেই আকাশ পথে ঢাকায় ফিরবেন আর্ল রবার্ট মিলার।
স্বাআলো/আরবিএ
.
Admin
