
চট্টগ্রাম ব্যুরো : পুলিশের কনস্টেবল পদে চাকরি দেয়ার নাম করে রাঙামাটি থেকে চট্টগ্রামে এনে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
ডবলমুরিং থানার এসআই অর্নব বড়ুয়া তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, আসামিরা ওই তরুণীকে পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ওই তরুণী ফাঁদে পড়েছে বুঝতে পারলে যে বাড়িতে তাকে রেখে ধর্ষণ করে সেই বাড়ির মালিককে জানালে তারা পুলিশকে জানান।
গ্রেফতার দুইজন হলো শাহাদাত হোসেন রাজু (৩০) ও মহব্বত আলী (২৮)।
স্বাআলো/এসই
.
Author
Admin
