
স্পোর্টস ডেস্ক : দীর্ঘ গ্রুপপর্ব শেষে নক-আউটে এসে পড়েছে বিশ্বকাপের দ্বাদশ আসর। প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। রাউন্ড রবিন পদ্ধতিতে যেখানে প্রত্যেক দলই অন্যদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে, সেখানে ভারত-কিউইরা এই প্রথম একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের দু’দলের খেলা ভেসে গেছে বৃষ্টিতে। শুরুতেয় টস জিতে ব্যাটিং নিল কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফে আজ বিকেল সাড়ে তিনটায় কিউদের মুখোমুখি হবে কোহলিরা।
ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালের ম্যাচটি নিয়ে দু’দলই উদ্বিগ্ন। যদিও বিশ্বকাপের এর আগের আসরগুলোতে একে অপরের মুখোমুখি হয়েছে দু’দল। কিন্তু এবারের আসরে প্রতিপক্ষ দলের ব্যাটিং- বোলিং লাইনআপ অজানাই রয়েছে গেছে।
বিশ্বকাপের আগের আসরগুলোতে দু’দল ৭ বার মুখোমুখি হয়েছিল। যেখানে ভারত ৩ বার ও কিউইরা ৪ বার জয়লাভ করেছিল। কিন্তু এবারের বিশ্বকাপের পারফর্ম্যান্সের বিচারে ভারতের চেয়ে বেশ পিছিয়ে আছে নিউজিল্যান্ড। তবে নিজেদের সেরাটা দিয়ে জয়লাভ করতে চায় কিউইরা। অন্যদিকে, ভারত সেমিফাইনালের মঞ্চে তেমন কোনো রহস্যই দেখছে না। জয় নিয়েই ফাইনালে উঠতে চায় উপমহাদেশের শক্তিশালী দলটি।
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্ট, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ড কাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
স্বাআলো/এসএ
.
Admin
