বিএনপি ও গণফোরামের সংসদ সদস্যদের নিয়ে স্থায়ী কমিটির পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বিএনপির সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদের ৫টি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। বিএনপি ছাড়াও গণফোরামের দুজন সংসদ সদস্যকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করলে তা গৃহীত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়াকে কার্যউপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে। সংসদ অধিবেশনের মেয়াদ ও কার্যাবলি ঠিক করে এই কমিটি। স্পিকার এর সভাপতি। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ জ্যেষ্ঠ সংসদ সদস্যরা এ কমিটির সদস্য। এছাড়া আব্দুস সাত্তারকে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সদস্য করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন>> দুই বছরের মধ্যে ঢাকা রিকসা মুক্ত হবে : আতিক

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির হারুনুর রশীদ স্থান পেয়েছেন সংসদ কমিটিতে। সংসদ সদস্যদের আবাসন ও অন্যান্য সুবিধা দেখতে কাজ করে এই কমিটি।

সাবেক আওয়ামী লীগ নেতা গণফোরামের সংসদ সদস্য সুলতান মনসুরকে বিশেষ অধিকার কমিটির সদস্য করা হয়েছে। তিনি এই কমিটি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য।

গণফোরামের আরেক সদস্য মোকাব্বির খানকে লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে।

বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রুমিন ফারহানাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাআলো/এম

.

Author