
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বচ্ছতার সাথে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১৯৩ জনকে নিয়োগ দিয়েছে যশোর পুলিশ বিভাগ। অপেক্ষমান রয়েছে আরো ৩০ জন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মঈনুল হক এ তথ্য জানান।
তার ভাষ্য মতে কৃষক, দিনমজুর, শ্রমিক, ভ্যান চালক, নরসুন্দরসহ বিভিন্ন পেশাজীবীর সন্তানরা তাদের যোগ্যতার ভিত্তিতে এ চাকরি পেয়েছে।
জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার আরো জানান, গত ২২ জুন এক হাজার ৯৫০ জন পুলিশে চাকরির জন্য শারীরিক পরীক্ষায় অংশ নেন। বাছাইকৃত এক হাজার ৬৯ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ৩৫৪ জন উত্তীর্ন হয়। মৌখিক পরীক্ষায় ২২৩ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ১৯৩ জনকে প্রাথমিক নিয়োগ ও ৩০ জনকে অপেক্ষমান রাখা হয়েছে। প্রাথমিক নিয়োগ প্রাপ্তদের মধ্যে সাধারণ কোটায় ১১৬ জন পুরুষ, ৫০ জন নারী, মুক্তিযোদ্ধা কোটায় ২৩ জন ও পুলিশ পোষ্য কোটায় ৪জন।
পুলিশ সুপার মঈনুল হক বলেন, স্বচ্ছতার সাথে সারাদেশে পুলিশে নিয়োগের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে নতুন একটা ধারার সূচনা হয়েছে। এটাকে কেন্দ্র করে দেশের সকল নিয়োগে স্বচ্ছতা আসবে, চাকরি প্রত্যাশীরা যোগ্যতার ভিত্তিতে তার অধিকার নিশ্চিত করতে পারবে।
এদিকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়া সন্তোষ প্রকাশ করেছেন নতুন নিয়োগ প্রাপ্তরা।
স্বাআলো/আরবিএ
.
Admin
