সন্তান হত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

জেলা প্রতিনিধি, বাগেরহাট : র‌্যাব-৬ (খুলনা) সদস্যরা বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে ফাঁসির পলাতক আসামি পাষণ্ড পিতা মহারাজ হাওলাদার (৫৬) কে গ্রেফতার করেছে। মহারাজ হাওলাদার পিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার ছোট কাঠালিয়া গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে।

র‌্যাব-৬ মেজর শামীম জানান, ২০০৫ সালের ৪ মে রাতে মহারাজ হাওলাদার তার নিজ মেয়ে জেসমিন আক্তার রিঙ্কু কে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রাখে। পরে পানিতে ডুবে মারা গেছে বলে প্রচার করে। বিষয় জানাজানি হলে ওই বছরের সেপ্টেম্বর মাসে মটবাড়িয়া থানার এসআই মোস্তাফিজ থানায় মামলা করেন। এ মামলা দীর্ঘ তদন্ত শেষে আদালতে পুলিশ অভিযোগপত্র দাখিল করে।

আরো পড়ুন>> বাগেরহাট ১০৩ টাকায় পুলিশে চাকরি পেল ৩১ জন

২০১৬ সালে আদালতের বিজ্ঞ বিচারক পাষণ্ড পিতা মহারাজ হাওলাদারকে ফাঁসির আদেশ দেন। এরপর থেকে মহারাজ পলাতক ছিল। এবং নাম পরিবর্তন করে আবুল কালাম নাম পরিচয়ে সে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ এলাকায় আরেকটি বিবাহ করে বসবাস করছিল। এ খবর গোপনে পেয়ে র‌্যাব সদস্যরা আজ মঙ্গলবার বিকেলে ফকিরহাট উপজেলার সাধের বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

স্বাআলো/এম

.

Author