সৃজনশীল মেধা অন্বেষণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণে জেলা ও উপজেলা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিস ও সদর উপজেলা শিক্ষা অফিস, নড়াইলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

সৃজনশীল মেধায় ১২ জন  এবং জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগীতায় জেলায় ৭৫ জন ও সদর উপজেলায় ৭২ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন ,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, মাধ্যমিক শিক্ষা বিভাগ খুলনার, উপ-পরিচালক নিভা রানী পাঠক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম,জেলা শিক্ষা এস,এম কর্মকর্তা ছায়েদুর রহমান সরকারি কর্মকর্তা, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা,সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক,বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/আরবিএ

.

Author