
নিজস্ব প্রতিবেদক, যশোর : বেনাপোল সীমান্তে শিকরী বটতলা এলাকা থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ১.১৬৯ কেজি স্বর্ণসহ একজন পাচারকারী আটক করেছে।
আটক নাজমুল হোসেন বেনাপোলের পুটখালীর আতিয়ার রহমানের ছেলে।
আরো পড়ুন>> চাঁদাবাজি করতে গিয়ে সহযোগিসহ পুলিশ কনস্টেবল আটক!
বিজিবির অধিনায়ক পরিচালক সেলিম রেজা জানান, আজ মঙ্গলবার দুপুরে নায়েব সুবেদার আব্দুল খালেকের নেতৃত্বে বিজিবির বিশেষ দল বেনাপোল পোর্ট থানার শিকরী বটতলা এতিমখানার সামনে সন্ধেহভাজন নাজমুলকে গতিরোধ করে। পরে তার শরীরে বিভিন্ন জায়গায় তল্লাশি করে প্যান্টের পকেট থেকে তিনটি স্বর্ণের বার (১.৬৯ কেজি) উদ্ধার করে। আটক স্বর্ণের মূল্য আনুমানিক ৫২ লাখ ৯৩ হাজার ৬শ টাকা।
স্বাআলো/এম
.
Author
Admin
