
জেলা প্রতিনিধি, বরগুনা : আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদপ্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ বুধবার আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তরিকুল ইসলাম চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু মৃধা (নৌকা), বর্তমান চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন ফকির (আনারস), তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী নাসিমা বেগম (চশমা), স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান (মোটর সাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন (অটোরিক্সা)।
আরো পড়ুন>> বরগুনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
এছাড়া আমতলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৩৭ জন ও ৩টি সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদপ্রার্থী ১০ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, নির্বাচনে ৬ জন চেয়ারম্যান, ৩৭ জন সাধারণ সদস্য ও ১০জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
২৫ জুলাই বৃহস্পতিবার আমতলী উইনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
স্বাআলো/এম
.
Admin
