
জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা আবাসনে এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে । গত মঙ্গলবার রাত ১১ টার দিকে ধর্ষিতাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করা হলে বিষয়টি জানাজানি হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার বিকেলে হাতিকাটা আবাসনের সাদেক আলীর ছেলে বাপ্পি সিগারেট কেনার কথা বলে ঐ কিশোরীকে তার আবাসনের ঘরে ডেকে নেয়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে বের করে দেয় ।
তিনি আরও জানান, ধর্ষক বাপ্পি ঐ কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে গত এক/দেড় বছর যাবৎ ধর্ষণ করে আসছিল।
ওসি বলেন, ধর্ষক বাপ্পিকে দ্রুত আটকের জন্য তার স্ত্রী জোবেদাকে থানা হেফাজতে রেখে জিঞ্চাসাবাদ করা হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনী বিশেষঞ্জ ডা: আকলিমা খাতুন বলেন, কিশোরীর ভেজায়নাল সোয়াব সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে, রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে ।
ধর্ষিতার পিতা মজনু বাদী হয়ে হাতিকাটা আবাসনের বাপ্পিকে আসামি করে একটি মামলা দায়ের করেছে । ধর্ষিতার পিতা মজনু বলেন, আমার ১৩ বছরের কিশোরী মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করেছে নরপশু বাপ্পি, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়।
স্বাআলো/এসই
.
Admin
