
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শফিকুল আসলাম (৪০) নামে এক বিদ্যালয়ের দপ্তরির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরের দিকে সিলিমপুর ইউনিয়নে সুবর্ণতলী গ্রাম থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
দেলদুয়ার থানার ওসি সাইদুল হক ভূঁইয়া তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়না-তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত শফিকুল সুবর্ণতলী গ্রামের ইনছান আলীর ছেলে। তিনি খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।
স্বাআলো/এসই
.
Author
Admin
