
জেলা প্রতিনিধি, পিরোজপুর : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বুধবার সংক্ষিপ্ত সফরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আসেন। এসময় মার্কিন রাষ্ট্রদূত সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতকালে মার্কিন রাষ্ট্রদূতকে বৈশ্বিক উষ্ণায়নজনিত জলবায়ূ পরিবর্তনের প্রভাবে ভাণ্ডারিয়াসহ উপকূলীয় অঞ্চলে বন্যা, লবণাক্ততা, ঘূর্ণীঝড়, জলোচ্ছ্বাস বেড়ে যাওয়া এবং ভাণ্ডারিয়া উপজেলায় জলবায়ূ পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় গৃহিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প (সিইআইপি) পরিচালক হাবিবুর রহমান ভাণ্ডারিয়া উপজেলাসহ উপকূল অঞ্চলে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প বিষয়ে রাষ্ট্রদূতকে ধারণা দেন।
আরো পড়ুন>> পিরোজপুরে কলেজছাত্রী হত্যার ঘটনায় যুবকের মৃত্যুদন্ড
প্রকল্প পরিচালক পাওয়ার পয়েন্টে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলায় বাঁধ নির্মাণে গৃহিত ও বাস্তবায়নাধীন ব্যাপক প্রকল্প সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান রহমান মৃধা, উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক মনিরুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু, জেপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল কবির পান্না, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।
স্বাআলো/এম
.
Admin
