
বরিশাল ব্যুরো : তিন দিনের সফরের দ্বিতীয় দিনে বরিশালের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
আজ বুধবার বিকেলে তিনি বরিশালের নবগ্রাম রোডের ঐতিহ্যবাহি মিয়া বাড়ির মসজিদ পরিদর্শন করেন। এসময় তিনি এই মসজিদের সৌন্দর্য্যতায় মুগ্ধতার কথা জানান সাংবাদিকদের। এর আগে তিনি নগরীর কলেজ রোড এলাকায় জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজে শুভেচ্ছা সফরে যান। এসময় তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আরো পড়ুন>> তিনদিনের সফরে আজ বরিশাল আসছেন মার্কিন রাষ্ট্রদূত
এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেতে পারে তার আশ্বাস এবং স্কলারশীপের সহায়তা করার কথা জানান।
স্বাআলো/এম
.
Author
Admin
