রংপুরে ১৫ দিন ব্যাপী বনজ ফলদ ও ভেষজ বৃক্ষ মেলা শুরু

রংপুর ব্যুরো : সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রংপুরে ১৫দিনব্যাপী শুরু হয়েছে বিভাগীয় বনজ, ফলদ ও ভেষজ  বৃক্ষ মেলা।

মেলা উদ্বোধনের লক্ষে আজ বুধবার বিকেলে বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জিলা স্কুল বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহামুদ, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

আরো পড়ুন>> রংপুর মেডিকেলে বাড়ছে শয্যা : যুক্ত হচ্ছে ক্যান্সার হাসপাতাল

সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক ড.সরওয়ারুল হক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ রংপুরের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্।

আলোচনা সভার পূর্বে  মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

মেলায় ৫০টি স্টল স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এবং প্রথম ৫দিন মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার মেলায় থাকছে দেশি ও বিদেশি বনজ, ফলদ ও ভেষজ  বৃক্ষের নানান প্রকার গাছের চারা।

স্বাআলো/এম

.

Author