সাপের কামড়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলায় সাপের কামড়ে জাহানারা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ  বুধবার দুপুরে উপজেলার বলেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা খাতুন বালেশ্বরপুর গ্রামের আব্দুল আজিদ বিশ্বাসের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির কাজ করছিলেন জাহানারা খাতুন। এ সময় ঘরের ভেতর একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা জাহানারা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন>> চুয়াডাঙ্গার হাতিকাটা আবাসনে কিশোরী ধর্ষণের শিকার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা ইয়াসমিন জানান, জাহানারার পায়ে বিষধর সাপ কামড় দেয়ায় দ্রুত তার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে। ফলে জাহানারার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্বাআলো/এম

.

Author