
জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের পুন:নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ। তিনি পেয়েছেন ৪০৬৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোহাম্মাদ মহিয়ুর রহমান পেয়েছেন ১৩৯৬ ভোট।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচটি কেন্দ্রে ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী আব্দুর রউফ বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। মোট নয়টি কেন্দ্রে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ১১৮ ভোট। নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ১১৭ ভোট।
আরো পড়ুন>> আলীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পুন: ভোট গ্রহণ সম্পন্ন
জেলা রিটানিং কর্মকর্তা নকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২২ মার্চ এ ইউনিয়নে অনুষ্ঠিত হয় ইউপি নির্বাচন। এ নির্বাচনে মোট ৯ টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রে সুষ্ঠু ভাবে নির্বাচন হলেও বাকি ৫টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন নির্বাচন বাতিল করে দেয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার এ ইউনিয়নে পুন:নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭শ।
স্বাআলো/এম
.
Admin
