আলীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পুন: ভোট গ্রহণ সম্পন্ন

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৫ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে চেয়ারম্যান পদে পুন:ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে।

২০১৬ সালে ২২ মার্চ ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে ৫টি কেন্দ্রের অভিযোগ ওঠায় বাতিল হয়ে গেলে আজ ওই ৫টি কেন্দ্রে পুন: ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন>> সাতক্ষীরার কালিগঞ্জে ভ্যানের ব্যাটারি বিস্ফোরন

৫টি কেন্দ্রের ভোটার সংখ্যা ৯ হাজার ২২১। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৫৯৭ এবং মহিলা ৪ হাজার ৩৩৪।

কেন্দ্রগুলির মধ্যে রয়েছে, আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আলীপুর সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়, আলীপুর দিঘীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুলারাটি স্বতন্ত্র এবতেদিয়া মাদ্রাসা ও দক্ষিণ আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে মহিউর রহমান, ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুর রউফ নির্বাচন করলেও ২০১৬ সালে আব্দুর রউফ প্রায় সাড়ে ৪ হাজার ভোট এগিয়ে ছিলেন।

আলীপুর সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ইয়াছিন আলী জানান শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ হয়েছে।

স্বাআলো/এম

.

Author