
জেলা প্রতিনিধি, পিরোজপুর : ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৫ বছর পর পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে পিরোজপুর জেলা ছাত্রলীগ।
বুধবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম (টিটু) ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আতিকুর রহমান ছগিরকে সভাপতি ও ইস্রাফিল খান নেওয়াজকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন>> ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
নবগঠিত কমিটিতে সহ-সভাপতির হিসেবে মাহামুদ হাসান শুভ, শাওন হাওলাদার, শাহাদাত হোসেন বাবু, রাহাত গাজী, রাহাত খান রাজু, জুয়েল হাওলাদার, আব্দুল্লাহ, আসাদুজ্জামান আসাদ, অমিতাভ গুহ ও মুন্না হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ মোহাম্মদ সোহাগ, শফিকুল ইসলাম সুমন, নাইম গাজী, আরিফ হাওলাদার, সাইফুল খান এবং রাজু হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক পদে কাওসার হাওলাদার বাবু, আরিফুল ইসলাম নোবেল, আফ্রিদি তালুকদার, আল-ইমরান মিঠু ও নেওয়াজ মাহমুদ রয়েছেন।
২০১৪ সালে শাহীন হাওলাদারকে সভাপতি ও রিয়াজুল ইসলাম লিটনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি করা হয়।
স্বাআলো/এম
.
Admin
