
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জয়ী বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তার শপথের ফলে সংসদে বিএনপির আসন সংখ্যার কোনো হেরফের হচ্ছে না, কারণ ওই আসনে তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হলেও শপথ নেননি বলে উপনির্বাচন হয়।
বৃহস্পতিবার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে জি এম সিরাজকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি সিম্পকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান জাহিদ ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।
শপথ নেওয়ার পর জি এম সিরাজ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আরো পড়ুন>>> ‘পদ্মা সেতুর জন্য মাথা লাগার ঘটনা স্রেফ গুজব’
বগুড়া সদর আসনটিতে গত ২৪ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে জি এম সিরাজ পান ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এস এম টি জামান নিকেতা নৌকা প্রতীকে পান ৩২ হাজার ২৯৭ ভোট।
একাদশ জাতীয় সংসদে বিএনপির আসন সংখ্যা ৬টিই থাকছে। এছাড়া সংরক্ষিত আসনের একজন নারী সদস্য মিলিয়ে ৩৫০ আসনের সংসদে তাদের আসন মোট ৭টি।
স্বাআলো/এএম
.
Admin
