কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৪

জেলা প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে চার বাসযাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেশনপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আরো ১৫-১৬ যাত্রী আহত হয়েছে।

কুমিল্লা লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, সদর দক্ষিণ থেকে দোয়েল সুপার নামে একটি বাস উপজেলার একবালিয়ায় যাচ্ছিল। এসময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হয়। তার মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস উদ্ধারে কাজ করছে। এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্বাআলো/এএম

.

Author