
জেলা প্রতিনিধি, ভোলা : পদ্মাসেতুর জন্য মানুষের মাথা (কল্লা) লাগার ঘটনা সত্য নয় স্রেফ গুজব। আর গুজব ছড়ানো অভিযোগে ভোলা চরফ্যাশন থেকে একজনকে আটক করেছে পুলিশ। আটক আব্দুস সহিদ হাওলাদার চরমাদ্রাজ ইউনিয়নের চর নিউটনের মোহাম্মদ আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এসব কথা বলেন।
তিনি বলেন, পদ্মাসেতুর জন্য মানুষের মাথা (কল্লা) লাগবে এমন ঘটনায় দেশব্যাপী গুজব ছড়ানোর অভিযোগে আব্দুস সহিদ হাওলাদারকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গুজব ছড়িয়ে আসছেন। এছাড়া ভোলায় ৩ জনকে সনাক্ত করা হয়েছে। একজন দুবাই থাকেন। বাকিদের আটকের জন্য অভিযান চলছে।
আরো পড়ুন>> ভোলায় ট্রলার ডুবি : ২ জনকে জীবিত ও ৬ জনের লাশ উদ্ধার
পুলিশ সুপার বলেন, মানুষের মাথা লাগার গুজব ছড়িয়ে পড়ায় শিশুদের স্কুলে উপস্থিতির হার কমে গেছে এবং এতে অভিভাবকরা আতংকিত হয়ে পড়েছেন। এসব গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার আহবান জানান তিনি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাআলো/এম
.
Admin
