
বরিশাল ব্যুরো : বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক দম্পতির মৃত্যুর হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াই টার সময় বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার কামাল হোসেন (৪০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩০)। তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্বজনরা জানান, বাড়ির পাশের পাট খেতের ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হন মমতাজ বেগম। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্বামী কামাল হোসেন। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে পার্শবর্তী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
আরো পড়ুন>>> বরিশালে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ
এসময় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মাকসুদুর রহমান তাদের মৃত্যু বলে ঘোষণা করেন।
স্বাআলো/এএম
.
Author
Admin
