
জেলা প্রতিনিধি, ঝালকাঠি : ডিঙ্গি নৌকায় চড়ে ঝালকাঠিতে ভাসমান পেয়ারার হাট ভ্রমণ করেছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি স্থানীয় প্রশাসনের লোকজনের সঙ্গে সদর উপজেলার ভীমরুলি গ্রামের এই ভাসমান হাটে আসেন।
রাষ্ট্রদূত ডিঙ্গি নৌকায় চড়ে স্থানীয় পেয়ারা ও সবজি চাষিদের সঙ্গে ভীমরুলি খালে কিছুক্ষণ ভ্রমণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভাসমান হাটের প্রশংসা করেন।
তিনি উচ্ছ্বাসিতভাবে বলেন, “এখানকার মানুষ খুব সুন্দর। এখানকার প্রকৃতিও খুব সুন্দর।”
এর আগে ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
ভাসমান হাট এলাকায় প্রায় এক ঘণ্টা পরিদর্শন শেষে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন।
স্বাআলো/এসএ
.
Author
Admin
