
জেলা প্রতিনিধি, মাগুরা : ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ এ প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের ন্যায় মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সাড়ে ১১ টায় মাগুরায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আলী আকবর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, ও মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান।
এ সময় পরিবার পরিকল্পনা কার্যক্রমের উপর বিশেষ অবদান রাখায় ১৮ জন মাঠ কর্মীকে সনদ প্রদান করা হয়।
স্বাআলো/এসই
.
Admin
