
জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার শহরের রেল বাজার থেকে হোসেন মেডিকোতে ভোক্তা অধিকার আইন ২০০৯/৫১ ধারায় সহকারী কমিশনার খারুল ইসলাম আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টারদিকে অভিযান চালায়। অভিযান চালিয়ে মেডিকোতে অবৈধ মেয়াদ উত্তীর্ণ ও ফ্রি স্যাম্পুল রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা করে সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার খাইরুল ইসলাম জানান, হোসেন মেডিকো’র মালিক আনোয়ার হোসেনকে মেয়াদ উত্তীর্ণ ও ফ্রি স্যাম্পুল রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
আরো পড়ুন>>> চুয়াডাঙ্গার হাতিকাটা আবাসনে কিশোরী ধর্ষণের শিকার
তিনি আরও জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তাকে সাবধান করা হয় যেন পূনরায় মেয়াদ উত্তীর্ণ ও ফ্রি স্যাম্পুল দোকানে না রাখে। এসময় আরো উপস্থিত ছিলেন, সঙ্গীয় ফোর্স সহ জেলা সিনেটারী ইন্সপেক্টর গোলাম ফারুক।
স্বাআলো/এএম
.
Admin
