এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রংপুর ব্যুরো : সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির আয়োজনে আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসায় দোয়া মাহফিল করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে এই দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসার মুহাত্তামিম হাফেজ মোহাম্মদ ইদ্রিস আলী।

আরো পড়ুন>> রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নীতিমালা পরিবর্তনের দাবি

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, যূগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, যূগ্ম মহাসচিব ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির যূগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

স্বাআলো/এম

 

.

Author