পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলে ১ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নড়াইল : পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে শহিদুল ইসলাম সোহেল (২৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। আজ শুক্রবার সকালে লোহাগড়া থানায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে শহিদুল ইসলাম সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৬ এর এএসপি শাহিনুর ইসলামের নেতৃত্বে সোহেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে-সোহেল তার দু’টি ইউটিউব চ্যানেল থেকে এমন গুজব ছড়িয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোহেল যশোর শহরের শিশু হাসপাতাল এলাকায় একটি আইটি অফিসে কাজ করে। এ ঘটনায় তার কাছ থেকে একটি করে মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

আটক সোহেল মাকড়াইল গ্রামের খসরুজ্জামানের ছেলে।

স্বাআলো/এসই

.

Author