বরিশালে দুই দিনে পাঁচ ডেঙ্গু রোগী সনাক্ত

বরিশাল ব্যুরো : বৃষ্টির প্রকোপে সৃষ্ট জলাবদ্ধতায় বরিশালেও দেখা দিয়েছে ডেঙ্গু জ্বর।দুই দিনে হাসপাতালে পাঁচজন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি চারজন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ৭ ও ৯ জুলাই হাসপাতালে ভর্তি হন, বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা এলাকার আয়শা সিদ্দিকা মিম (২৩), সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের শ্রাবন্তী (১৫), ঝালকাঠী রামপুরা গ্রামের মেহেদী হাসান (২৯), পিরোজপুর নেছারাবাদ আউরিয়া গ্রামের মিরাজ (২৫) ও ইমা আক্তার (১৯)।তবে মেহেদী হাসানের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি চারজন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক দীপঙ্কর জানান, চিকিৎসাধীন রোগীদের সকল পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালেই হচ্ছে। এক্ষেত্রে কোন সমস্যা নেই।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, এখানে চিকিৎসাধীন রোগীদের জন্য সকল ধরনের ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু রোগীদের শনাক্ত করতে হাসপাতালে অত্যাধুনিক মেশিন রয়েছে। ফলে চিকিৎসা প্রদানেও অসুবিধা নেই। ৯ তারিখের পর আর আরো কোন ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।

.

Author