বাড়ি ফেরা হলো না ২ যুবকের

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কাশিয়ানীতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) ও মনির মিয়া (৩২)।

কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন, মটর সাইকেলে করে গোপালগঞ্জ থেকে নড়াইলের লোহাগড়া যাচ্ছিলেন সাদ্দাম হোসেন ও মনির মিয়া। পথিমধ্যে কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় গোপালগঞ্জগামী একটি দ্রুতগতির মাইক্রোবাসের সাথে তাদের মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কের ওই স্থানে যানবাহন চলাচল বন্ধ ছিলো।

স্বাআলো/এসএ

.

Author