মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ : কাশিয়ানী উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।নিহতরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) ও মনির মিয়া (৩২)।

কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চাপ্তা বটতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলে করে তারা গোপালগঞ্জ থেকে লোহাগড়া যাচ্ছিলেন।

ওসি আরো বলেন, মোটরসাইকেলে করে তারা চাপ্তা বটতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে তারা আহত হন। স্থানীয়রা তাদের কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাআলো/এম

.

Author